বিসমিল্লাহির রাহমানির রাহিম।
🤲 🤲
আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।
💖 💖
জীবন যতক্ষন আছে।বিপদ ততক্ষন থাকবেই।বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে।আর অবিশ্বাস জীবনকে দুর্বল করে তোলে।সাফল্য কেবল তাদের মধ্যে।যারা অন্য কারো চেয়ে কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক।কঠিন সময় স্থায়ী হয় না।প্রত্যেকেরই গাড়ি বাড়ি করার ইচ্ছা আছে।তবে পরিশ্রম করতে চাই না আমরা।সাফল্যের রহস্য এমন কিছু জানা যা।অন্য কেউ জানে না।যে ব্যক্তি নিজের প্রতি আস্থা রাখে।সে অন্যের আস্থা অর্জন করে।সফল হওয়ার জন্য।আমাদের অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে যে আমরা পারব ইনশাআল্লাহ।দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে।সেই হচ্ছে আপনজন।যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে হোক। তাহলে সেটি নিজে করুন।না হলে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে😄দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন।আপনি যদি সেটি না পারেন।তাহলে বুঝতে হবে।আপনার সফল হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।এই বিশ্বে স্থায়ী কিছুই না।সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে।জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য।মানুষ নিজের আপনজন কে ছেড়ে এই দেশ থেকে অন্য দেশে চলে যায়।সফলতা কখনো আপনাকে ছাড়ে না।বরং আপনি থাকে ছেড়ে দিয়ে ঘুমান।ভবিষ্যতে বড় মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুন কিছু আর নেই।যতক্ষণ জীবন আছে।ততক্ষণ আশা আছে।মানুষের ভালো ভালো খাওয়ার।আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা।রাতারাতি সফলতা বলতে কিছু নেই।যদি রাতারাতি সফল হতে চান।তাহলে অতি শীগ্রই এই দুনিয়া ছেড়ে কবরস্থানে ঘুমাতে হবে😭ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল।যারা যেই ব্যবসা বুঝে তারা সেই ব্যবসা করছেন।যেই ব্যবসা বুঝবেন না সেই ব্যবসার পিছনে দৌড়ে জীবন নষ্ট করবেন না।অসত্যের পথে সফল হওয়ার চেয়ে।সত্যের পথে মাটি কেটে ভাত খাওয়া অনেক ভালো।দুনিয়া টা হাজার বছরের নারে ভাই।একদম কম সময়ের।
THANKS MY DEAR BROTHER