বিজনেসম্যান আলহাজ্ব মোহাম্মদ আলম।
-
Update Time :
Saturday, December 2, 2023
-
737 Time View


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
🤲 🤲
আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।
💖 💖
সবচাইতে সম্মানিত এবং অধিক লাভজনক ব্যবসা হলো রিয়েল এষ্টেট ব্যবসা।আরামদায়ক আবাসন ও যুগের চাহিদার সাথে তাল রেখে ফ্ল্যাটের দিকে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের।বিশেষ করে শহরাঞ্চলে জমির পরিমাণ কম এবং অধিক মূল্যের কারণে মানুষ বর্তমানে ফ্ল্যাট ক্রয় করাকে শ্রেয় মনে করছে।তাই ব্যবসায় দিক বিচারে এটি অতি লাভজনক ও সম্মানিত ব্যবসা।কেননা ব্যবসা এতে ক্ষতির কোনো আশংকা নেই বললেই চলে।কোনো গ্রাহক ফ্ল্যাট বিক্রি করতে চাইলে উক্ত ফ্ল্যাটের বৈধতা যাচাই করে আপনি ক্রয় করে নিতে পারেন।অথবা রিয়েল এষ্টেট প্রতিষ্টান বা সংস্থা থেকে সুবিধাজনক সময়ে ফ্ল্যাট ক্রয় করে পরবর্তীতে অধিক লাভে বিক্রি করে দিতে পারেন।এই ব্যবসাটি একটি ঝুকি মুক্ত ব্যবসা বলে অনেকেই ভুমিকা রেখেছেন।এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী দিন দিন বিনিয়োগের পরিমাণ বাড়ছে।আপনার সততা এবং বিশ্বস্ততা পরবর্তীতে আপনাকে এ ব্যবসাটিতে ভালো করার সুযোগ দিবে।এ জন্য গ্রাহকদের বিশ্বাশ অর্জন করা জরুরী।এ ছাড়া ব্যবসাটি আপনাকে আর্থিকভাবেও সামাজিক মর্যদার ভিত্তিতে আপনার সফলতা লাভ করে দেবেন ইনশাআল্লাহ।
আমি বিজনেসম্যান আলহাজ্ব মোহাম্মদ আলম।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply